কোথায় যাব ?
কোথায় যেতে পারি দুদিনের জন্যে ।
কেউ যেন টানছে আন্তরিকতায়
কেউ কি ডাকছে আয় চলে আয়
কি যেন অন্তরে অন্তপুরবাসিনী ।


মেঘ পাহাড় জল জঙ্গল মাটি কি ?
ছোটবেলায় দেখা শীর্ণ নদীটি কি ?
জলছবির মতন সেই কিশোরী কি ?
বইয়ের ভাঁজে রেখে দেওয়া চিরকুট কি?
লুকিয়ে দেখা পুকুর ঘাটের সেই নববধু কি ?


ভাবছি আধুনিকতার খোলসটা ফেলে চলে যাব।
রঙের দুনিয়া ছেড়ে অন্তর দেশের সীমান্তে !
ডানা মেলা পাখির সরলতায় কোন একপ্রান্তে
     অন্য এক অপাথির্ব নিবিড় শান্তি খুঁজে নিতে ।