সকালের রোদ্দুরে দেখব বলে সকাল হয়েছি
শিউলির ফুল কুড়াবি তাই শিশির মেখেছি।
উতল হাওয়ায় চুল উরাবি বাতাস হয়েছি
পাখীর গানে অবাক হবি সে ডাক নকল করেছি।
সকাল কেমন গড়িয়ে যায়
তবু তোর যে দেখা নাই।


মাথার উপর সূর্য এখন বাজায় রন তুর্য
আমি যেন কোন জলসায় খেটে চলি মুজরো।
দেদার অপেক্ষায় শরীরের ঘাম ঝরে যায়
ভোরের ফোটা ফুল তাপেতে মলিন হয়।
দুপুর গড়িয়ে সন্ধ্যা ঘনায়
তবু তোর যে দেখা নাই।


পাখীরা ফিরছে কুলায় মা ডাকে বাছা ঘরে আয়
চৈ চৈ করে হৈ চৈ হাঁসেরা ফিরছে আপন কুলায়।
ঘুচে যায় যত কালো জোনাকিরা জ্বালা আলোয়
আমার শুধু অপেক্ষা আর যে নেই কোন উপায়।
চতুর্দশীর চাঁদ উঁকি দেয়
তবু যে তোর দেখা নায়।