ওরা চলে গেছে
ফুলের বনে? নাকি অন্য কোথাও
কোথায় গেল?
কেন যে আমায় ডাক দিলেনা বন্ধু!
ওরা কি কিছু রেখে গেছে?
বলেছিল নিশ্চিত আনবে ! আশ্চর্য অভূতপূর্ব কিছু;
কিছু কি সত্যিই রেখে যায়নি।
নাকি তোমার কাছে গচ্ছিত রেখেছে তা।


ওরা বলেছিল
-আমরা এলে তোমায় ঠিক জাগিয়ে দেব।
আমি যে কেন ঘুমিয়ে পড়লাম; জানিনা।
নিজের উপর খুব রাগ হচ্ছে,
ততোধিক তোমার প্রতিও বন্ধু আমার।
কি ভীষণ স্বার্থপর হয়ে গেছ।
নূপুরের নিক্কন অলঙ্কারের কিঙ্কিনি তুমিই শুনেছ।
চক্ষু সার্থক করে নিবিষ্ট হয়ে
নৃত্য সহযোগে সংগীতের অমৃতধারায় ভেসেছ।
নিবিড় ঘনিষ্ঠতায় সৌরভে মেতেছিলে চন্দ্ররাত।


যখন ওরা চলে গেল।
হারিয়ে গেল। ফুরিয়ে গেল কর্পূরের মতন।
তখন তুমি পরম তৃপ্তির পরশ মেখে
আমাকে বলতে এলে সাতকাহনের কথা।
তোমার বাঁকা হাসির জবাব খুঁজতে
হেঁটে চলে গেলাম ঘন ক্যকটাস অরন্যে।



** সৌজন্যে সুজন বন্ধু