ওরা সব কোথায় গেল.. ওরা কোথায় গেল ..
ওরা সামান্য আশাতে একসাথে ছিল  
ফুটে থাকা ফুলেদের রেনু মেখেছিল  
আকাশের শুন্যতা আজ বুকে বাজে, ওরা কোথায় গেল?
একে একে সবাই কোথায় পাড়ি দিল.. ওরা কোথায় গেল ..


নদীর গতিপথে গান ভেসে যেত  
পাখির ঠোঁটে ঠোঁটে সুর খুঁজে নিত
প্রভাতের রবি এসে আলো দিয়ে যেত..ছিল ওরা  তাই  
আজ সেই চেনা পথ অচেনা লাগে.. ওরা কোথায় গেল ..


শেষের কবিতা পাতা সরে সরে যায়
বিদ্রোহী কে শোনাবে? এই আঙিনায়    
বারে বারে সুর ভুল হয়ে যায়, ওরা নেই তাই
আজ বুঝি চেনা পথ অচেনা লাগে.. ওরা কোথায় গেল ..


প্রভাতীর ঠিকানায় গান গেও প্রান ভরে
ভিজিয়ে কি নেবে মন কচি ঘাস শিশিরে
একবার এসো ফিরে স্মৃতির হাত ধরে.. এসো কাছে এসো
আর যেন ভুলেও বলতে না হয় .. ওরা কোথায় গেল ..