সেই বিকট হাসির ঝলকে ঝলকে মুখ থেকে,
বেড়িয়ে আসছে কুণ্ডলী পাকান কালো ধোঁয়া ।
বীভৎস সেই ধোঁয়াতে চোখে মুখে আগুন জ্বলন,
এখন মন চাইছে পৃথিবীতে মুষলধারে বৃষ্টি হোক।
ধুয়ে যাক যত দেশের কলুষ কল্মশ কয়েক মুহূর্তে,
অধীর অপেক্ষার অবসানে স্বস্তি আর শান্তি নামুক।
সেটা যে হবেনা ! হতে পারেনা ! বুঝতে দেরী হয়নি;
মাথার উপরে চক্রাকারে উড়ছে একঝাঁক শকুনদল।
ওরা যে সাক্ষাৎ মৃত্যুরদূত, তীক্ষ্ণ চঞ্চুতে ছিঁড়বে মাংস;
নখরাঘাতে উপড়াবে চোখ এগিয়ে আসছে অতিসাহসী।


সর্বশক্তি এক করে দৃষ্টি নিক্ষেপ করে বোঝালাম;
যাও যাও দূরে যাও ফিরে ওহে মৃত্যুর কারিগর।
এখনো এই শরীরে আছে প্রাণ অমুল্য সে শক্তি
ঘুমের ভিতর স্বপ্ন, স্বপ্নে মৃত্যুর কল্পনা আর নয়।।


             তারপর...