কি চেয়ে আজ কি যে পেলাম
হাত পা তুলে আনন্দে নাচলাম ।


যুগশেষে দেখি সর্বনাশ করেছি
নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি।
সুখের মুখে মুখে আগুন দিয়েছি
ঘাসের ফুলে মিথ্যে ফসল খুঁজেছি।
স্বজন পোষণে নিত্য ক্ষয়েছি
ধনে প্রানে মনে ফুরিয়ে গিয়েছি।


ফেলে আসা দিন আশা জাগায় ক্ষীণ
মায়ের ছেঁড়াকাঁথায় সেই আদুরে দিন।
বুঝি করুণ সুরে যায় বাজিয়ে বীণ
উপেক্ষা নয় ডাক দেয় সাগর গহীন ।