প্রতি মুহূর্তে আমার অস্তিত্ব বিপন্ন হতে চলেছে
পরিচিতি পত্রগুলি লুকিয়ে পড়ছে
ছড়িয়ে পড়ছে ভেসে বেড়ায়
চোর পুলিশ খেলা করে চলেছে দিনে দিনে।
ওরায় নাকি বলে দেবে আমি কে?
আমার জন্মভুমি কোথায়
কে আমার বাবা কে আমার মা
আমি কত আয় করি
কি খাই কি? কোন ধর্মের ?
কোন গোত্রের রেশন পাবার যোগ্য কি না!
আমার মুখের কথায় কিচ্ছু হবে না।
ওই উচ্চাসনে যিনি আছেন তিনিই সবের নিয়ন্ত্রক।
বলে দিচ্ছেন যাকে যা দেবার  অ আ ই ঈ বা ক খ গ।


বিভিন্ন তাদের নাম বিভিন্ন সাংখ্যিক পরিচয়
সবার আর নাম পরিচয় মনে রাখতে পারিনা।
ভুলে যাই। ভুল হয়ে গেলে সুযোগ হাতছাড়া।
আবার কারো হাতে পায়ের ধুলো ঝেড়ে মুছে দিলে
সে কাজ নিমেষে সমাধান।
সবাই এই ভুলের সুযোগ খোঁজে ফায়দা লোটে।
কেউ ভোটে কেউ নোটে কেউ ঠোঁটে
এই বিকেল বেলায় আমার যে কিছুই নেই
আমার চোখে ঝাপসা হয়ে আসে দিন
ক্রমশ আরও ঝাপসায় আঁধার নামে।