দুর্গা মা কাঁদিয়ে গেছে চলে
অনেকে স্মৃতি গেছে ফেলে।
আলো ঝলমল প্রাণ চঞ্চল
কিছু কলতান কিছু কলরোল ।


যেই না তুমি এলে দ্বারে
দুনয়নে কেন অশ্রু ঝরে?
শঙ্খ বাজিয়ে করেছি বরন
অঙ্গন জুড়ে এঁকেছি চরণ ।


অনেক কথা পড়েছে মনে
বলেছি তোমায় ক্ষণে ক্ষণে।
বধেছ অসুর তাই অসুরবিনাশিনী
দুর্গতি নাশ করো দুর্গতিনাশিনী ।


অনেক কথা বাকি রয়ে গেল
হাসি আনন্দে দিন কেটে গেল;
বিশ্ব জুড়ে সব অসুরের ষড়যন্ত্র
শেখালেনা কেন অসুরবধের মন্ত্র ?


দশহাত ও নেই, নেই ত্রিনয়ন
বলনা মা'গো কেমনে করব রন?
'জ্ঞাণচক্ষু যে তোর হবে ত্রিনয়ন
বুকেতে সাহস কর অসুর নিধন।'