যেমন পতঙ্গ ছুটে যায় আগুনের দিকে
তেমনি আলোর উৎসমুখে ছুটে চলেছে একদল মানুষ।
পতঙ্গ মরবে বলে, আর মানুষগুলো বাঁচবে বলে।


হাজার হাজার মাইল উড়ে ওরা আসে নির্জনে ;
রাত দিন পায়ে হেঁটে এরা ফেরে আপন বাসস্থানে
ওরা একসময় ফিরে যায়, এরা আর ফিরতে পারেনা।


পৃথিবীর কাছ থেকে ওরা শিখে নেয় বাঁচবার মন্ত্র
কিছু মানুষের প্রতিশ্রুতিতে এরা ফাঁদে পড়ে কাতরায়
ওরা ও লড়াই করে বাঁচে, এরা লড়াই করে মরে বাঁচে।


ওরা প্রকৃতির হার না মানা লড়াকু বীর
এরা পায় সরকারী সীলমোহর, হয় উগ্রপন্থী
ওদের অস্ত্বিত্ব বিপন্ন প্রকৃতি গ্রাসকারীদের জন্য।


এদের বিলুপ্তির জন্য যে অনেক আয়োজন
গড়ে তোলা হয় জাত পাত ধর্ম কর্ম
খিদে বেকারি্র অমুল্য প্রক্রিয়া পরিকল্পনা
বরাত দেওয়া হয় কড়া নিয়মে ইস্পাতের বুলেট ।
তবু আলোর পথযাত্রীরা থেমে থাকে না।
তপস্যা করে দধীচির অস্ত্রের অপেক্ষায়।