ছড়িয়ে দিয়েছে দারুন আগুন রক্তিম দিনকর
মানুষ চাঁদকে ভালবাসে, কি দোষে আমি দোষী ?
চাঁদ বলে হও দিনকর শান্ত, মন করোনা ভারাক্রান্ত?
তুমি আছ তাই আমি আছি, সদা রাখো মুখে হাসি ।


ঝরিয়ে বকুল বিজন বাতাসে সুবাসিত চারিপাশ
মানুষ বকুল ভালবাসে, আমার কথা বলেনা কেউ ?
বকুল বলে মিছে করো ভাবনা, তুমিই জীবন ডানা ;  
স্তব্ধ জীবন তুমি বিনা, জগত জুড়ে উঠবেনা ঢেউ !


আহা মরি মরি বার বার মুকুরে মুখশশী মেলে ধরি
মানুষ আয়না ভালবাসে? হৃদয় ভাবে সে কেন দোষী ?
আয়না বলে এমন ভাবনা, তোমায় শোভা পায় না ?
ভালো মন্দ তোমার বিচারে, মুক্ত করো হৃদয় রশি ।

বাজে কাঁসর বাজে ঘন্টা ধুপ ধুনোয় চলে পূজা অর্চনা
করে মানুষ করজোরে অঞ্জলি, অন্তর্যামী ভাবে সে ব্রাত্য !
ফুল বলে একি অভিমান, প্রভু তোমারে সাজেনা এমন ;
তুমি আছো তাই পৃথি আছে, চন্দ্র সূর্য্য গ্রহ তারা সত্য ।