তোমার জন্য সারা বছর হোক ২৫ শে বৈশাখ
জনমানসের অন্তরেতে বাজতে থাকুক শাঁখ ।


তোমার জন্য ফুটে থাকুক জুই বেল রজনীগন্ধা
শান্তিনিকেতন ধূপ সুবাসে আনন্দে মধুছন্দা।


তোমার জন্য কত আয়োজন বিশ্বজুড়ে জানি
সকাল দুপুর সন্ধ্যা রাতে বাজে সুরের সুরধনী।


তোমার জন্য শিশুর মুখে নির্ঝরের স্বপ্নভঙ্গ
ছোট্ট মেয়ে হলুদ শাড়ি নৃত্যে বিভোর অঙ্গ ।


তোমার জন্য প্রশ্ন রেখেছে অতি সাধারণ মেয়ে
পাল্কীতে মা নিশ্চিন্তে ডাকাত যতই আসুক ধেয়ে।


তোমার জন্য একরাশ ভারী মেঘ জমেছে বুকে
''উনি এমন কিছু নন'' আজ কেন বলে নিন্দুকে !


তোমার জন্য আজ অঙ্গনে মালা চন্দন ধুপ নেই
খাঁ খাঁ রোদ্দুর সারাটা দুপুর মনটাও ভালো নেই ।


তোমার জন্য আকাশ নীলে স্বপ্ন দেখি ক্লান্ত মনে  
"ক্লান্তি আমার ক্ষমা করো'' নিজেই নিজের গানে।।