বিদ্রোহ ঝরে ঝরে পড়ছে;
যেখানেই পড়ছে সেখানেই
মাথা চাড়া দিয়ে উঠছে লক্ষ দ্রোহবৃক্ষ ।
রক্তিম আভার রঞ্জিত ফুলেরা বিকশিত।
শরীরের শিরায় উপশিরায় বয়ে যায় অগ্নিস্রোত
অলক্ষে ভাঙছে গর্বের প্রাচীর হেনে চোরাস্রোত।
অশ্বারোহীর বল্লমের খোঁচায় ছড়িয়ে পড়ছে আগুনের ফুল্কি।
পাথর চাপা কপাল জুড়ে হলুদ বিবর্ণ তৃণভূমি
প্রশস্ত হাত আকাশ থেকে বারিশ নিংড়ে নিচ্ছে।
এবার শুখা নদীর দুকুল ছাপিয়ে যাবে
স্তূপাকার হৃদয় পোড়া ছাই ধুয়ে দেবে।
নন্দিনীর কাছে রাজার প্রেমভিক্ষা ;
ঐশ্বর্য মুক্তিতে রাজা পায় শেষরক্ষা।