পৌষ
চলে যায়।
আবার এসো ফিরে
সাথে নিয়ে অনেক সুখ।
এবছর গেল যেমন তেমন করে।
কেউ না কেউ হারিয়ে যায় এইমাসে
বুকের ভিতরে প্রাচীর সম্পর্কে ফাটল ধরে;
ভেসে যায় দুকুল, হাহুতাশে শুকনো পাতা ঝরে।
তবু আগুনের উত্তাপে সেঁকে নিই জীবনের খিদে স্বপ্ন।
একচোখা দানবের মুখোমুখি।নিজেকে নিজেই ভাবি আমি অভিমন্যু;
মাতৃগর্ভের দায়িত্ব যে নিতেই হবে! তাই চক্রব্যূহ ভেদে করি আত্মসমর্পণ ।