কে কাকে হায় বলছে পাগল
কেউতো আছে নামের পাগল
কেউ আছে ভাই স্বার্থে পাগল
কেউ কেউ আবার যুদ্ধে পাগল।
ছাই পাঁশ লিখে কেউ পাগল
বকম বকম বকায় পাগল
অন্যের দোষ দেখায় পাগল
আগল পাগল সবাই পাগল.

পাগলামিতে তিনি পাগলিনী
হয়তো পাবেন বিশ্বখেতাব
তাই সকাল সন্ধ্যে নাম জপি
ঝুঁকিয়ে মাথা জানাই আদাব।

আর এক আছে পাগলাভোলা
তার ধর্ম-ধ্বজার দুয়ার খোলা
জগত জোড়া কিনতে নাম
দেশটা বিকায় এমনি সে দিলখোলা।
এইসবের পাগলামিতে আমি ঘেঁটেই ঘ
আগুপিছু ভেবেই মরি সামনে দেখি থ
কেউ বলছে যা কোথাও পা বলছে র
মন বলল ওরে পাগল মন খুলে গান গা।