পর্যায়ক্রমে পুরুষানুক্রমে পুরুষেরা পরাজিত
সুন্দরের কাছে কোমল গাছের ছায়ায়
নদীর স্রোতে ভেসে যেতে যেতে
সবুজ পাতার ক্লোরোফিলে
দুয়ার ছুঁয়ে অপেক্ষাতে
ঘাম মুছে দেবার
প্রবণতার কাছে
হেরে যায়
আজীবন।
পরিযায়ী
মন সাইবেরিয়া
উড়ে যাই আকাশ ছুঁয়ে
প্রেমের ফাঁদ পাতা ভুবন জুড়ে
অচানক মনে আসে সে গোধূলিবেলা
পালকের জল শুষে নেওয়া মাধুরীলতা মুখ
সম্বৎসর ফিরে ফিরে আসি বড্ড ভালবাসা বাসি
আকাশের ছবি আঁকে হলুদ আলপনায় মন ছুটি চায়
থাক পরে খেলাঘর বাউল মন নতুনের সুর খুঁজে বেড়ায়।