পঞ্চম'দা তুমি শুনছো-
আজ তোমার জন্মদিনে তোমার গান বাজাচ্ছি।
ঐযে গানটা ''মেরে  নেয়না'' যেই বেজে উঠলো ,
সত্যি কথা বলতে কি বাইরে অঝোর বৃষ্টি হচ্ছিল ।
একটা চোখে কান্না অন্য চোখে আনন্দ ঝরছিলো।


পঞ্চম'দা জানি কাছে আছো-
যেদিন চলে গেছে যেদিন আসবে ''আনেবালা পাল''
অদ্ভুতভাবে তোমার অন্তর সুরে ভিজিয়ে অপূর্ব সৃষ্টি;
এখনো শুনলে  বুকের ভিতর কেমন একটা শিহরণ!
জীবনবোধের মূল্যবোধের দুরন্ত প্রকাশ ঘটে গেল।


পঞ্চম'দা বুকের ভিতরে আছো-
নাম নাকি ক্রমশঃ হারিয়ে যায় ''নাম গুম যায়েগা '
একের পর সাগরের ঢেউ আসে তারা ফুরিয়ে যায়।
তোমার গানের রেশ পায়ে পায়ে তোমার মঞ্জিলে ।
তোমার নামে প্রতি মৌসমে কোকিল ডেকে ওঠে।


পঞ্চম'দা তোমার গানে জাগি উঠি-
তোমাকে ছাড়া জীবন অসম্পুর্ণ ''তেরে বিনা জিন্দেগী'
রোজ দিন রোজ রাত, নীল আরব সাগর জীবন্ত হয় ;
কান্না হাসির মুহূর্তগুলো একটা ফ্রেমে বাঁধানো হয় ;
ধীরে ধীরে হয়ে উঠি তোমার অভিমানী আবেগের সাথী।


পঞ্চম'দার জন্মদিনে আমার উপহার ।