আমরা এখন কোথায় যায়, কোথায় গিয়ে খিদে মেটাই
পেটের জ্বালা দারুন জ্বালা, কোথায় জ্বালা জুড়াই
দেশ ছেড়ে আজ প্রবাসী হয়েছি ভাই.
তাই নতুন নামে ডাকে সবাই, পরিযায়ী পরিচয় ।


দেশে আমার সব ছিল, আত্মীয় পরিজন ছিল ;
মুখের হাসি চওড়া ছিল, মাথার উপরে ছাদ ছিল;
কাজ করবার নেশা ছিল, দুহাত দেশে কাজ পেলোনা,
দেশ ছেড়ে আজ প্রবাসী হয়েছি ভাই.
তাই নতুন নামে ডাকে সবাই, পরিযায়ী পরিচয় ।


এখন যে বড় দুঃসময়, পেটের খিদে মানেকি তাই ?
কাজ হারিয়ে আবার বেকার, ঘরে সম্বল কিছু নাই !
কষ্ট সয়না আর ঘরের ছেলে ঘরেতে ফিরতে চাই !
তাই নতুন নামে ডাকে সবাই, পরিযায়ী পরিচয় ।


এখন আর আমি একা নই, আজ মহামিছিলে সামিল সবাই .
কেউ রাজপথে কেউ রেলপথ ধরে ভিটেতে ফিরতে চাই.
আশ্বাস কিছু মরীচিকা মত দিয়েছে কেউ জনসভায় .
লাঠি আর লাথি মিলছে শুধু, মুক্তি মিলেছে মৃত্যু যন্ত্রনায়.