কিছু রেখে যাও, কিছু দিয়ে যাও,
  অচেনা পাখীর পালকে কিছু লিখে দাও ।
    ও বন্ধু ও চির পরিচিত বন্ধু আমার,
শীতে ও যেন উষ্ণতা আনে আগুন ফাগুন হাওযার  ।
দেবে তারে নেবে তারে মনের মাধুরী মাখা
  এ হৃদয়ে যতন করে যতটুকু আছে রাখা ।
    যেতে চাই কাছে দূরে যেখানে পথ গিয়েছে বেঁকে ,
      ফুল রেনু দিয়ে আলপনা এঁকে যেখানে দিয়েছ রেখে  ।
ভোরের সূর্য দেবে আরো কিছু রোদ্দুর,
  দিগান্তিকা আজ অপরুপা চোখ যায় যদ্দুর...।
    ইছামতি নদী শোনাবে জানি বোধনের গান,
      পাছে পথে একা যেতে ভুলি যেন সব অভিমান ।


***********