সবুজ পৃথিবী বাঁচাতে চাই,
দুবেলা দুমুঠো খাবার জন্য করি লড়াই
প্রাণ খোলা হাসি হাসার জন্য করি লড়াই
মরুঝড় হয়ে কাঁপাতে চাই ।


আকাশ জুড়ে কি আগুন বৃষ্টি
আঁধার কালোয় চলেনা দৃষ্টি  ।
প্রতিক্ষনে শুনি মৃত্যু পদধ্বনি
কেন এ যুদ্ধ প্রাণ নিয়ে ছিনিমিনি,
ক্রমেই ঘৃণার পাহাড় জমে জমে
আজ দাবানল হয়ে জ্বলতে চাই ।


ঈগলের চোখে তরল স্বর্ণ-তৃষ্ণা
তাই সে আঁকে ইস্পাত-নলে রক্তের আল্পনা ,
মুষ্ঠি-বদ্ধ হাত করি তীব্র প্রতিবাদ
অবসান হোক মৃত্যূর দিন গোনা ,
স্বপ্নের বীজ মাটি ভেদ করে দেখো সবায়
আগলে রাখব হাতে হাত ধরে আয় সবাই।।