তুরা সব তাড়াতাড়ি আয়না কেনে ?
কুন সোকালে আমার ভোর হইছে ।
রাতে যে আকাশটা মেঘলা হয়ছিল
কেমন যেন গুমোট পারা লাইগতে ছিল ।
এক্ষণ কত্ত ফর্সা, কেমন ঝক ঝকায়ছেরে !
আজ আমার সোকালটাতে বড় খুশি লাইগচ্ছেরে ।
মোর পাও দুটাই টুকুন ব্যথাও এক্কেবারে নাই
হাতের লাঠিটো বাড়তি লাইগছে, কেনো জানিস ?
মুর নাতি, ছিলা আর বৌটা তুদের দিখাইবো
এত্তগুলান খুশি আমরা সোব্বাই মিলে বেটে লিব ।
বুকের ভিতর পরান পাখিটো কেমন ছট ফটাইনছে
দুচোক্ষে যেন উথাল পাথাল যমুনা ছল ছলাইনছে ।
আসলে কি জানিস, উরাতো থাকে বিদেশে
খুব কম দিনের লেইগে জনমভূমিতে আইসে  ।
আমরা একলা বুড়া বুড়ি এইদেশে থাকি সুখে দুঃখে
তুরা বলনা কেনে,
উরা যেন বিদেশে খুব খুব খুব ভালো থাকে ।