আবার কি ফিরে যাব অতীতে
আবার কি এগিয়ে যাব ভবিষ্যতে
না রয়ে যাব এই অশনি বর্তমানে
যেখানে যত ক্ষয় ক্ষতি সব সরিয়ে নিতে।
অতীতটাই এখন গাড়ি বারান্দা বর্তমান
এই বর্তমানটায় হবে একদিন ধংসস্তুপ
পাখির চোখে দেখা আমার পৃথিবী
ছেড়া কাঁথা টুকরো কাঠের পেন্সিল
ঐ যে ধুনুরীওয়ালা একদিন আসতো
হেঁকে যেতো একে একে ফেরিওয়ালা
চুষিকাঠি মুখে নিয়ে গোলগাল বাচ্ছা
বলতো ‘অমিতো এমনি এমনি খাই’
জিলিপির এক টুকরোর জন্য হাতাহাতি
ভাইয়ের সাথে,ও  কথা বলেনি সাতদিন
কোনদিন ভালো করে নৌকা বানাতে পারিনি
গুলতাপ্পি দিয়ে নিয়ে ছেড়ে দিতাম বৃষ্টি জলে
কালের গহ্বরে ওরা চলে গেছে ।
তবু ও কেন ওরা স্মৃতিতে রয়ে গেছে
মাছ ধরার মতো ছিপ ফেলে ধরে ফেলি
তারপর এই শব্দের বাজারে এনে বেচতে থাকি
অতীত নেবে নাকি বর্তমান কিম্বা ভবিষ্যত
মনে হল আমি ও এক ফেরিওয়ালা