চারিদিক নিস্তব্ধ  যেন মৃতের নগরী
একটা শব্দ হলে চলে যাবে, যেকোনো শব্দ !
রাতে কত নিশাচর জেগে থাকে...
ওদের চোখ অন্ধকারে জ্বলজ্বল করে জ্বলে ।
এত মৃত মাংস এখানে ওখানে ছড়িয়ে
ছিড়ে ছিড়ে খেলে ও তো একটা শব্দ হ্য়...!
নিদেনপক্ষে তেমনি একটা কিছু ।
মড়া গাছের ডালে রোজ রাতজাগাটা ডাকে।
সে আজ ডাকছেনা, সেও কী তবে আমরি মতো...
কাল যে এত ঝড় জল বৃষ্টি হলো
বৃষ্টি জমা জল এত লাল কেন?
ছুঁয়ে দেখি , একি হাতের আঙুলগুলো...
ক্রমশ চাঁদের মতো ক্ষয়ে যাচ্ছে!
একসময় সারা শরীরটা মিলিয়ে যাবে?
যন্ত্রনা বিহীন যন্ত্রনা ছাড়া
আর কেউ সাক্ষী থাকবেনা ।
বড় চেনা কাকে দেখে বলে উঠি - যেওনা
অস্পষ্ট ধ্বনিতে বলার বৃথা চেষ্টা করি
জবাব না দিয়ে স্বপ্নের মতো সে মিলিয়ে গেল ।