এই জগতে কেউ কেউ আলোর প্রদীপ
জ্বালিয়ে অন্যদের আলোকিত করেন ।
প্রদীপের তলে যে অন্ধকার রয়ে যায়
সে নিরবে সেই আঁধার বয়ে নিয়ে যান।


তিনি আর কেউ নন তিনি অথৈ সাগর
দয়ার সাগর বিদ্যাসাগর ।


পিতা মাতা যার স্বয়ং যেন দেব দেবী
সবার আগে আদেশ পালন করেন ।
ঝড় বদলে মায়ের ডাকে সাড়া দিয়ে
উথাল পাথাল দামোদর পেড়িয়ে যান ।

তিনি আর কেউ নন তিনি অথৈ সাগর
অপ্রকাশিত এক বিদ্যাসাগর ।


নারী শিক্ষা বিধবা-বিবাহ দূরদৃষ্টি তার
তাইতো তিনি পথিকৃত নবজাগরণের অসি ।
বর্ণপরিচয় নতুন দিনের আলো আনে
দানে দানে নিঃস্ব তবু অমলিন ছিল হাসি ।

তিনি আর কেউ নন তিনি অথৈ সাগর
আমাদেরই প্রানের বিদ্যাসাগর ।