আকাশের কাছে গেলে সে ফিরিয়ে দেয় বলে;
আমি দুঃখে নীল হয়ে আছি।
আমার চেয়ে কি তোমার দুঃখ বড় বেশি।


সাগর নীল ঢেউয়ের ফেনা তুলে বলে;
আমিও অবিরল প্রেমে হার মেনে নীল হয়েছি।
তুমি নও তার চেয়ে বেশি কিছু।


কৌস্তুভ মণি যন্ত্রণা কাতরে বলে ওঠে
কষ্টে হাসে আমিও যে বিষে বিষে নীলাম্বর।
তোমার প্রেম যাতনা যে এর বেশি নয়।


তবু ও প্রেম ধারন করেছি শরীরে,
অকালবোধনে দিব্যি বেঁচে বর্তে আছি।
থেকে যাবো আদি অনন্তকাল ধরে।


তুমি ও তোমার মত করে সয়ে নিও
চোখের জল বৃষ্টির জলে ধুয়ে নিও
ফাগুন আগুনে হৃদয় পুড়িয়ে নিও।