এই শ্রাবনে পড়বে কি তাঁর মনে ।
এই বরিষণে ভিজব কি তাঁর সনে ।
      কেন থাকবে দুরে চলে এসো পথ চিনে ।
      আমি ও হারিয়ে যেতে চাই এমন দিনে ।


আজ হয়েছে উধাও আকাশের নীল
আজ বইছে বাতাস ভেঙে মনের পাঁচিল ।
বৃষ্টিতে ভিজে গেছে সাঁঝের বকুল
তুমি ভিজিয়ে দিয়ে যেও নদীর দুকুল ।।


মেঘ সরিয়ে চাঁদের উঁকি একটু পরে
নিবে গেছে দীপ একলা ঘরে অন্ধকারে ।
তোমার কি মন নাই, আছো কত দুরে ?
দেখো, শ্রাবনের দহনেতে গিয়েছি পুড়ে ।


এই শ্রাবনে পড়বে কি তাঁর মনে ।
এই বরিষণে ভিজব কি তাঁর সনে ।
      কেন থাকবে দুরে চলে এসো পথ চিনে ।
      আমি ও হারিয়ে যেতে চাই এমন দিনে ।