আজ আর অন্ধকারে তোমায় খুঁজে পাচ্ছিনা
শুধু তোমার শ্বাস প্রশ্বাস শুনছি ।
কখনো মনে হয় তুমি অনেক দুরে
আবার কখনো মনে হয় খুব কাছে ।


মনে পড়ছে
দারুচিনি দ্বীপে আমাদের প্রথম দেখা ।
তুমি ও ছিলে একা আমিও একা
আর ছিল লবঙ্গ ফুলের মাতাল সুবাস ।
এক ঝাঁক সাদা পাখি উড়ে গেল...
ঠিক তোমার মাথার উপর দিয়ে ।
ওদের পাখার শব্দে তখন সেতারের ঝালা
কেউ যেন ওদের ইঙ্গিতে বলে গেল
গান গাও হে দুরদ্বিপ্রবাসিনি।


তুমি গাইলে যে গান
সে গান আমি কখনো শুনিনি ।
বাতাসের প্রতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেল ।
সে রাগিনী শুনতে শুনতে
আমি নিথর এক প্রস্তরখন্ড
যেন কত যুগ ধরে তোমারই অপেক্ষায় ।


আমি চাই তুমি আমাকে ছুঁয়ে জাগিয়ে দাও
বুকের অন্ধকারে আলো এনে দাও
অন্তরে শুখা নদীতে জোয়ারের পানি দাও ।
তোমার অতল তলে হারিয়ে যেতে দাও ।