আজ ভালবাসা আগুনে পুড়ব
      তুমি ডাক দিয়েছ তাই ।
দুরে থাকলেও ধিকি ধিকি
       আগুনে পুড়ে হই ছাই।


আজ ভালবাসা বৃষ্টিতে ভিজব
        আকন্ঠ জলে যাব ডুবে ।
কতদিন তোমার আমার মাঝে
         বিরহের প্রাচীর রবে ।


তোমার দৃষ্টিতে সবুজ হতে চাই
      শস্যকনা ছড়িয়ে রেখে যাও।
শালিখ যখন ডাকে বৃষ্টি বাতাস হয়ে
      ধানের ক্ষেতে ঢেউ দিয়ে যাও।


বৃষ্টি ভেজা কদমগন্ধ ক্ষণে ক্ষণে
     তোমায় পথ চিনিয়ে দেবে ।            
বকুল ঝরে ঝরে পথ গিয়েছে ভরে
     সে পথ মাড়িয়ে আসবে ।


ভালবাসার সাক্ষী জোত্স্নাভেজা রাত্রি
      তুমি আমি অভিসারে সহযাত্রী।
জোনাকি আর চাঁদকে দেব ছুটি
     প্রেম বিরহ হবে মিলনে সমাপ্তি ।