কিছু কথা না বলা থেকে গেল
হয়তো অনেক কিছু বলবার ছিল
গভীর নদীর কাছে এসে সব হারিয়ে গেল।
যেমন পাহাড় চিরদিন নীরব রয়ে ছিল।
অনেক কিছু জানবার ইচ্ছা মনে ছিল
গভীর নীল চোখে আমি সমুদ্র খুঁজতাম
ঝাঁপ দেওয়ার ইচ্ছা দিনে দিনে দমন করেছি
তোমার মাঝে বিলীন হবার ইচ্ছে থেকে গেল।


আমি এখন গাজনের বাজনা শুনি
মনের দেওয়ালে হাজার হাজার শিলালিপি;
কতবার যে লিখেছি সেই একী কথা
তাই শুনে শুনে শেওলারা সবুজ হয়ে গেল।
ভুশুণ্ডি মাঠে একটা ঘূর্ণি বাতাস ঘুরে দাঁড়ালো
যা কিছু আমার ছিল সব সাথে নিয়ে গেল।
আমি এখন সর্বস্বান্ত গাছের প্রেত্মাত্মার মতন
শুধু আকাশ পানে হাত বাড়িয়ে থাকি।