তোমাকে ছেড়ে থাকা মানে বিচ্ছিন্ন দ্বীপে বাস করা।
তোমাকে ছেড়ে থাকা মানে অসম্পূর্ণ গান শোনা।
তুমি আমার কাছে যেন এখনো একটা গোটা উপন্যাস।
তোমাকে জরিপ করতে ফুরাবে আমার সারাটা জীবন।
চোখের সামনে তুমি না থাকা মানে একটা থর মরুভূমি।
হৃদস্পন্দন না শুনতে পাওয়া মানে আমার পৃথিবী অসুস্থ ।


আমি বিচ্ছিন্ন দ্বীপ চাই না, চাই তোমার গাছের ছায়া।
অসম্পূর্ণ গান শুনতে চাই না, তোমার তৈরি জলসা ঘরে।
উপন্যাসের ছোট ছোট গল্প কবিতা আমার কাছে মণিমুক্তা খচিত।
তোমার দারুচিনি-দ্বীপে আমি এলাচের গন্ধ খুঁজে পাই।
তোমার মন্ত্রমুগ্ধ চাহনিতে মেলবে প্রেমের সবুজ বীজপত্র।
প্রতিটি হৃদস্পন্দন শোনাবে আগামী পৃথিবীর সুস্থ হয়ে ওঠার গল্প।