মাঝে মাঝে ভাবি
তোমার সাথে দেখা না হলেই ভালো হতো।
ক্ষণে ক্ষণে মনে করি
এই পৃথিবীর কি সত্যিই কিছু আসতো যেতো?
যেতে যেতে থমকে যাওয়া
চকিতে পথের বাঁকে ওই পিছু ফিরে চাওয়া।
অবাক অবাক চোখে
কোন ভুবনের দেশে আমার হারিয়ে যাওয়া।


চলতে চলতে পথ ভূলেছি
কেউ কি আমায় পথ চিনিয়ে দেবে?
চেয়ে চেয়ে থাকি পথ
এ পথ দিয়ে ফিরবে আবার কবে?
ফাল্গুন ফাল্গুন দিন
ফুল ফুটিয়ে আগুন ছড়িয়ে দিল।
বর্ষা বর্ষা রাত এখন
আসবে তুমি রাতে ভরসা দিয়ে গেল।