যখনই যেতে যেতে তুমি পিছু ফিরেছো
তখনই আমার আকাশে চৈত্রের ঝড় উঠেছে।


যে শাখায় ফল ফুল পাতা কিচ্ছু ছিল না
সে শাখায় এখন ফুল পল্লব দোলায় দুলেছে।


যে ইশারায় পাথরেও ফোটে ব্রহ্মকমল ফুল
সে ইশারায় ইচ্ছারা সব শতদ্রু হয়ে ছুটেছে।


যে মন ছিল বদ্ধঘরে দিশাহারা এক পথিক
সে মন এখন বাঁশির পঞ্চম রাগে বেজেছে।


যে গুটিপোকায় শুধু ছিল রাত্রি অপেক্ষা
সে গুটিপোকা প্রাণ পেয়ে ডানা দুটি মেলেছে।


যে খেলাতে শুধু হেরে গেছি সেই খেলা খেলব।
দুজনার মেঘ বৃষ্টি রোদ্দুর খেলায় মন মৌসুমী হয়েছে।