এই কবিতা মরা মানুষ কেঊ জাগিয়ে দেবে;
বুকের ভিতর থেকে রক্ত গোলাপ তুলে আনবে;
অমন এক মোনালিসা হাসিতে তুমিও উছলে উঠবে ।
আর আমার ত্রিনয়ন ক্যামেরা বার বার ঝলসাবে।
তুমি লাস্যময়ী লাবন্যময়তায় বলে উঠবে;
এখন আর ছবি নয় , অপেক্ষা শুধু ভালবাসার ।


আমার দুবাহু তখন ধিরে আকাশ ছুঁয়ে নেবে;
তোমার ও পালক শরীর মেঘের গন্ধ মেখে নেবে।
স্বর্গের পারিজাত বন আমাদের কাছে ডেকে নেবে;
ওখানে মানস সরোবরে শুদ্ধ স্নানে পবিত্র হবো ।
আমাদের নবজন্মে দিগন্ত বিশেষ আলো ছড়াবে।
মিথ্যে মুখোশের মতন জীর্ণ দেহ পড়ে থাকবে।
হংসমিথুনের মতন অন্য এক জগত খুঁজে নেব ।
ঠিক আগের মতন, এক্কেবারে সেই ভালবাসার মতন ...