তোর ভালবাসায় অমর হতে চাইনি
তাই এখন ... এখন ভালবাসি ।
শিকল খুলেই রেখেছিলাম
যেন পুরো আকাশটা তোর হয়।
বহু কষ্টে অর্কিড বাঁচিয়েছি টবে
সেও বহুদিন পর ফুল ফুটিয়েছে।


গীতবিতানের পাতা খুলে রেখেছি
এখন ও শুনি গানের শব্দে তোর গলা।
বাঁশের বনে চাঁদ উঠলে হেঁটে বেড়ায়
অদ্ভুত শব্দে মনে হয় পাশে আছিস।
বুড়িগঙ্গার ওপারে কাশ ফুলের দোলা
সাঁতরে দিয়ে তুলে আনি তোর জন্য।


জানি তোর এগুলো মোটেই পছন্দ নয়
তবু শুকনোফুলের মতন রাখি খাতায়।
শ্যামলী বলেছিল তুই খুব ভাল আছিস
তোর এখন চুমকি দেওয়া অনেক শাড়ি।
এও বলেছিল- নাকি বৃষ্টি হলে ভাল্লাগেনা
তখন নাকি আমায় ভালবাসতে ইচ্ছে করে