বসন্তদিন হয়ে তোমায় খুঁজেছি প্রতি মুকুলে ।
ঊষার আলো হয়ে খুঁজেছি ঘাসের শিশিরে।
দুপুর রোদ্র হয়ে খুঁজেছি পিচগলা রাস্তায়।
শেষ বিকেলে খুঁজেছি ফেরারি পাখির নীড়ে ।
খুঁজেছি কেয়ার ঝোপে কনেদেখা গোধূলিতে,  
সন্ধ্যাখেয়ায় খুঁজেছি অচেনা মানুষের ভিড়ে।


মুকুলের সৌরভ মাখার ইচ্ছা আমার ও ছিল।
ঘাসের শিশিরে সিগ্ধতা ছুঁয়ে নেবার ইচ্ছা ছিল ।
পিচগলা রাস্তায় ছায়া দেবার ইচ্ছা হয়েছিল।
পাখির নীড়ে ক্লান্ত ডানা মেলাবার ইচ্ছা ছিল।
কেয়া ঝোপের কাঁটায় ক্ষত রক্ত ঝরেছিল,
চেনা তাকে হলনা চিরকাল অচেনা'য় রয়ে গেল।