ভোর না হতেই ঘুম ভেঙে যেত
ওই যেন যেন কে ডাকছে, ডেকেই চলেছে...

"এসো চলে এসো,
কাছে এসে ছুঁয়ে দেখো
রাতের অন্ধকার আলো করে রয়েছি।
একটা একটা করে কুড়িয়ে নাও
তোমার উষ্ণতা আমার স্পর্শে হোক রোমাঞ্চিত
কি এক মিষ্টি সুবাস
কি এক আবেশিত পরিবেশ
দুজনে দুজনায় হারিয়ে যাওয়া।
একান্ত করে মিলে মিশে ফুরিয়ে যাওয়া।
আমি জানি আমায় পেলে
তোমার স্বপ্নিল চোখ মুদে আসবে।
রসনা জুড়ে বান ডাকবে
একের পর এক অন্তস্থিত পরিতৃপ্ততায়
আমায় এক্কেবারে সর্বস্বান্ত করে দাও।
তোমার ভিতরে হারিয়ে গিয়ে
আমি হতে চাই মাতাল নদী
ঠিক যেন পাগলাঝোরা।"

নিজেকে সংবরন করতে পারিনি কোনদিনই
ছুটে এসেছি পাখীডাকা ভোরে সবুজ অরন্যে;
অনেক চড়াই উৎরাই
আলছায়া পাহাড়ি পথ ধরে ।
ভয় উপেক্ষা করেছি কালো লোমশ জন্তুদের ও।
এবার আমায় বরণ কর
এসো এসো কাছে এসো আমার মহুয়া সুন্দরী।