হ্যালো ... হ্যালো ... হ্যালো ...
একবার তো কথা বলো ফোনটা তোলো
অনেকক্ষণ থেকে অনেকবার চেষ্টা করেছি
আমি খুব উদ্বিগ্ন, একবার কথা বলো ।
ফোনটা বেজে যাচ্ছে আর তুমি তুলছনা  
আমার জন্য বিশেষ রিংটোন রাখা ছিল ।
বাজামাত্র তুমি কথা হেসে বলো হ্যালো...
আজ কেন ধরছনা । কি হলো তোমার ?


একি এখন যে ফোনে সাড়াশব্দই নেই !
ঘোষিকা বলে চলেছে একনাগাড়ে একই সুরে
এই ফোনটি এখন ...
কি করবো এখন কাকে জানাবো? কে কি করবে ?
আমার হাত পা বাঁশপাতার মতন কাঁপছে ।
গলার ভিতরে সারা পৃথিবীর শুষ্কতা যেন
আকাশভাঙা বৃষ্টি গুন্ডুষে পান করবে ;
চিত্কার করতে চাইছি কিছুতেই পারছিনা ;
হাতের ফোনটা মনে হচ্ছে একটা সাপ
বিশাল হাঁ মুখ করে গিলতে আসছে ।
পারছিনা কিছুতেই পারছিনা কিছু...


অনিকেত মুন্নীকে নাড়িয়ে দিয়ে জাগিয়ে দেয়
মুন্নীর চোখে মুখে শরীরে গভীর আতঙ্ক...
অনিকেত চশমাটা রেখে পড়ার টেবিলে
           ধীরে হাতদুটো বাড়িয়ে দেয় ।