পৃথিবী কাঁদছে
একটু একটু করে ডুকরে ডুকরে
সে বুঝতে পারছে ধ্বংসের দিন আগত প্রায়।
চেতনা সম্পন্ন মানুষ সবাই কেমন নির্বাক।
পুতুল চরিত্র রুপদান করছে অমায়িক ভাবে।
মনে প্রাণে শরীরে বিন্দুমাত্র ক্লেদ নেই।
ভাবি প্রজন্ম শেষ হয়ে যেতে বসেছে
তবু নেই কোন হেলদোল।
অন্ধকার তুষারাবৃত নেশায় বুঁদ হয়ে আছে।
যার গেল তাঁর গেল আমি থাকি দুধে ভাতে।


একে একে দেশের পূজারীরা
পূজা করছে দয়া চায় অদৃশ্য প্রভুর কাছে ।
আমায় পৃথিবীর সর্বসুখ দাও।
ওরায় ভুখার থালা থেকে গ্রাস কেড়ে
নিয়ে বেঁচে থাকে এক্কেবারে পরজীবী মতন।
যারা স্বার্থান্বেষী অন্ধ জোট করছে।
পৃথিবীকে টুকরো টুকরো করে খেতে চায়।
জল আলো বাতাস সব সব সব।


অসহায় মানুষ একে একে পিছিয়ে পড়ছে
শিক্ষা নেই স্বাস্থ্য নেই রোজগার নেই ।
তাই পৃথ্বী বুঝে গেছে
এভাবে কিছুতেই চলতে পারেনা।
শুধু শুধু কান্নায় কিছু হবেনা
একটা সুনামি একটা প্রলয় খুব দরকার।