প্রিয় সখা


এতদিনে আমায় পড়ল মনে
কতদিন থেকেছি চেয়ে পথ পানে
এই বুঝি পত্র হাতে আসে পত্রদূত
আশাসব ভেসে যায় আঁখি বরিষণে।


মধুমাছি গেয়ে যায় গান ফুলে ফুলে
কত ফুল ঝরে যায় সবুজ বৃক্ষতলে
হাতে হাত রেখে ওরা চলে যায় বনে
আমি শুধু পুড়তে থাকি হৃদয় অনলে।


বলেছিলে ফুটলে পলাশ আমায় জানিও
গাছে গাছে ডাকলে কুহু খবর পাঠিও
বসন্ত বাতাস ভরে পত্র দিয়েছি ছেড়ে
তবু তোমার দেখা নাই বন্ধু আমার উধাও।


এই যে তোমার সুগন্ধি এক পত্র পেলাম
মন গহীনে বৃন্দাবনে সেই হারিয়ে গেলাম
তোমায় দেখি লুকোচুরির ছেলেবেলার মাঠে
ভাবনার ঘুড়ি ভোকাট্টা বেহাওয়ায় হারালাম।