একরাশ গভীর অরণ্যের নিস্তব্ধতা
          তোমার কাছে পেয়েছে ভাষা ।
প্রবল শীতে যে ফুলেরা ফোটেনি
          তোমায় পেয়ে জেগেছে আশা ।
সমুদ্র তরঙ্গ বার বার ফিরে যেত
          তোমার কাছে এসে আর ফেরেনি।
যে নদীটা উদ্দেশ্য বিহীন চলছিল
          হৃদয়ে ঘুমিয়ে গেছে আর জাগেনি।
যে পাখিটা কোনদিন বাসা বাঁধেনি
          তোমার পদচারনায় সে বাসা বুনছে।
কোনদিন যে গাছে ফল ধরেনি
           সে আজ মুকুলে মুকুলে সাজছে ।
কি আশ্চর্য মেঘ আজ ভিক্ষা মেগেছে
          তোমার চোখের নীল স্বচ্ছ সরলতা।
আমার যে কিছুই নেই দেবার মতো
          তবু ইচ্ছা হয়, হবে আমার বনলতা।