একলা হয়ে গেছি কবেই
সব হারিয়ে যেমন থাকা যায় তেমন;
যাযাবরের মতন!এখানে ওখানে যখন যেমন ;
মেনে নিয়েছি এমনতরো জীবন যাপন ।
হটাত কালবৈশাখী বেলায় দেখা হলো রাজপথে
সিগারেটের ধোঁয়া সরে যেতেই তোমার মুখ ;
তুমি সেই আগের মতই আমার নন্দিনী


ওটা বুঝি ছাড়তে পারনি অনি ...
তোমার না হার্টের সমস্যা । দু দুটো ব্লক আছে ;
তাও তুমি ওটাকে ধরে রেখেছো...


শুকনো হাসিতে বলি - জীবনে যদি থেকে যেতে,  
সবকিছু! এমন কি পৃথিবীটাও ছেড়ে দিতাম ;


এখন অমন কাব্যমাধুরি মিশিয়ে কথা বলো,
এখনো অমন কবিতা লেখো পাতার পর পাতা
রাত জেগে চাঁদ দেখো একাদশী থেকে পূর্নিমা
অমবস্যায় এখনো জোনাকির সাথে সময় কাটাও ?
এত্তোবড় পৃথিবীতে কেউ বুঝি জুটলোনা।
মাথায় বৃষ্টি পড়ছে এসো ছাতাটা মেলে ধরি ।


থাকনা, নন্দিনী বরং এসো দুজনে বৃষ্টিতে ভিজি;
জীবন যুদ্ধে একমাত্র বন্ধু তুমিই,আর কেউ আসবেনা ।