তবু ও আসি
বার বার আসি
ফিরে যেতে হবে জেনেও আসি
নব নব রূপে যুগে যুগে আসি ।


সাগরের তরঙ্গে কাঙ্খিত ইচ্ছায় বালুকা বেলায়
উত্তাল বাসনাতে ছপাত ছপাত শব্দে পাহাড় বেলায়
নব কিশলয়ে প্রতি ফাগুন বসন্তের লাল কৃষ্ণচূড়ায়
নিরাপত্তার বাসা বানাতে পাখির ঠোঁটে খড়কুটোয়
ক্ষয়ে যাওয়া সমাজ জীবনের দুঃস্থ ছবির পলেস্তারায় ।


একদিন ঠিক রাঙিয়ে দেবো সূর্যের রক্তিম আভায়
হারিয়ে যাওয়া রঙ তুলি খুঁজে পাব সেই আশায়
ছোট ছোট ইচ্ছা গল্প উপন্যাসের পাতায় পাতায়
যখন দখিনা ছড়ায় চেনা ফুলের গন্ধ দিগন্তময়
তমালতলে ছায়া ঘনায় যেনো আছি অপেক্ষায় !


তবু ও আসি
বার বার আসি
ফিরে যেতে হবে জেনেও আসি
নব নব রূপে যুগে যুগে আসি ।