তুমি বলেছ আমি ব্যস্ত কিনা?
না, আমি মোটেই ব্যস্ত নেই,
      তোমার কথায় ভাবছিলাম।
জানতে চেয়েছ এগিয়ে যাবে কিনা?
নিশ্চয় এগিয়ে যাবে আলোর দিকে
     তোমার যে শিল্পসত্তা তাই বলে।
তুমি বলেছ তুমি সৃষ্টিশীল কি না?
তোমার ভিতরে অদম্য জেদ আছে।
     তুমিই পারবে নেভা প্রদীপ জ্বালাতে।
আত্মীয় প্রিয়জন? ওরা কাছে থেকেও দূরে
এখন ইচ্ছা করলেই কথা শুনে নেওয়া যায়।
    তুমি চেষ্টা করলেই মুঠোফোনে সে সুযোগ।


তুমি বলেছ আমাকে সবার আগে রাখবে !
আমি নাকি যোজন মাইল অতিক্রম করেছি।
    তুমি জানোনা তুমি ছিলে বলেই পেরেছি।
তোমার মতে আমি তোমার প্রিয়তম সখা?
রাজার উত্তরীয় পরে রাজমহিষী করেছি চুরি;
    তোমার ইতিহাস চোখে হয়তো তাই ।
কিন্তু, আমি জানি আমি খুব নিতান্তই সাধারন বন্ধু;
হয়তো আমাকে উজার করে বলতে পারো মন কথা
তবে তোমার মুখে বন্ধুস্তুতিতে আমি রোমাঞ্চিত ;
আমার চোখের কোনে আষাঢ়ের সজল মেঘ ;
বুকের মরুবালুতে ঝড়ে চলেছে বৃষ্টিধারা ।
ভেবনা বন্ধু, সময়ে অসময়ে একবার ডাক দিও।
     দেখো, তোমার কাছে ঠিক পৌঁছে গেছি।  



আজকের কবিতা আমার বন্ধু সাহিত্যিক রাজেন হাঁসদা'র প্রতি উৎসর্গীকৃত ।