রোদের তাপে যেমন গাছের পাতা মুষড়ে যায়।
বৃষ্টি আশায় চাষের জমি ফুটিফাটা হয়ে যায়।
উরন্ত চিল পাখনা মুড়ে একটু ছায়া খুঁজে ফেরে।
গাজন সন্যাসী ভিক্ষার আশে করাঘাত করে দোরে ।


তেমনি একটা সপ্নে দেখা একটা ভোর জেগে থাকে।
চেয়ে থাকে নিবিড় দৃষ্টিতে যেখানে পথ গিয়েছে বেঁকে ।
রাধাচূড়া ঝরা হলুদ পথ মাড়িয়ে হয়তো আসতে পারো;
গোলকচাঁপা ফুলের গন্ধে তোমার উপস্থিতি ভীষণ গাঢ় ।