পায়ে পায়ে পিছিয়ে যায়
মন্দির মসজিদ দরগা গির্জা...
ইতিহাস সাক্ষী রেখে একদিন মাথা তুলেছিল
বলেছিলে এসো আমার দুয়ার সবার জন্য খোলা।
কথা রাখেনি ধর্মে ধর্মে বর্ণে বর্ণে তফাৎ করেছে।
বন্ধন মুক্ত সূর্য স্বাধীনতা সেদিন হয়েছে শৃঙ্খলিত।
আজও সূর্য গেল অস্তাচলে মসজিদের পশ্চাতে।
কত অত্যাচারের কাহিনী লাল পাথরে বন্দী।
প্রবাসী মনের ইচ্ছা,
এখান থেকে লালকেল্লায় পৌঁছাবে।
মানুষ ভাবে এক আর ঘটনা ঘটে অন্য
আজকের মতন লালকেল্লায় প্রবেশ নিষেধ।
উদ্যমী সৈনিক যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসে।
এবারেও হলো না ইতিহাসের সঙ্গে পরিচয়।