চঞ্চল নদীর মতন জীবন
আজ এই ঘাট তো কাল ওই ঘাট।
আজ কিছু চমক অপেক্ষা করছে
কাল কিছু চমক বৃষ্টিপাত হয়ে ঝরছে।
মন্দ নয়, ঠিক যেমন নদী বয়ে যায় মোহনায়...
আকাশের মুখ মেঘলা যেন অভিমানী নারী..
জানলা দিয়ে দেখা যায় রঙিন বাগান বিলাসী
পাশেই আছে জারুলের ফুল
কে বেশি সুন্দর চলছে তার প্রতিযোগিতা ...
কালোজামের গাছটাও কিছু কম যায় না...
ফলে তার প্রকাশ, ছোটবেলাকার কথা মনে পড়ল।

এ শহর বড় ব্যস্ত জিরোতে চাইনা মোটে
চঞ্চলিত মানুষেরা ছুটে বেড়াচ্ছে
এদিক ওদিক সেদিক... এমনকি নভোনীলে;
আমিও অপেক্ষায় আছি
কখন আমার ডাক পিয়ন এসে বলবে
আজকের প্রবাসী পত্র দেবার সময় হয়েছে..
লালরংয়ের গুলমোহরের পাপড়ি ঝরে গেল...
সে নিয়ে গেল আজকের প্রবাসী পত্র...
মুখে তার ছড়িয়ে ছিল রক্তিম হাসি।