আজ সারারাত ধরে বৃষ্টি পড়েছে
কাল সন্ধ্যায় টস টস করে ঘাম ঝরেছে
তখনই বুঝেছিলাম সারারাত বৃষ্টি হবার সম্ভাবনা।
আমার শহরে কাল কিছু কম ছিল ব্যস্ততা
তোমার শহরে কি তাই!
শুনেছি তোমার শহরে প্রতিবাদ চলে অবিরাম
মিছিলে মিছিলে ছয়লাপ শহরময়
জ্বলে থাকে মশাল সারাদিন সারারাত।

আজ আর সকালে পথ পরিক্রমায় ছিলাম না।
ভিজে যাওয়া দেখেছি অসহায় কাকেদের
নিমের ডালে পাতারা অবিশ্রান্ত স্নান সেরেছে।
কাঠবিড়ালি দুটো হাত জড়ো তার
অপেক্ষা করছিল বৃষ্টি থামার।
জলছবি একে রাখে প্রবাসী মন আমার।