যেমন করে স্বপ্ন হারিয়ে যায়
যেমন করে নদী ফুরিয়ে যায় ;
বৃষ্টি এসে সব ধুয়ে মুছে দেয়
তেমন মন হারায় সুদূর সীমানায়।
কিছু থাক গান, কিছু থাক কবিতা
সুরে সুরে তারা প্রাণ পাক।
তার কিছু কিছু জুড়ে যাক
তোমার নীল দিগন্তে মিশে যাক।

আমি না হয় দূরে দূরেই থাকি
টিপ টিপ জোনাকির আলো জ্বেলে রাখি।
কিছু কিছু কথা রয়ে যায় বাকি
অমাবস্যাতে যেমন জ্যোৎস্নার ফাঁকি।
ভরা বর্ষায় চেনা শহর ডুবেছে নাকি!
নীল খামে প্রবাসী পত্র বহু যত্নে রাখি।