ফেরারি মন একলা চিলের মতন
ধূসর আকাশে ডানা মেলে উড়ে যখন।
তুমি কি তখন ভেজা চুল
শুকিয়ে নাও রোদ্দুরে।
নাকি বৃষ্টি ভেজা সজনে পাতায়
কান্না ঝরতে দেখো।
কুতুবের মিনারে একলা চিল
ক্লান্ত ডানা জিরিয়ে নেয় কিছুক্ষণ।
বাদল বাতাসে বৃষ্টির গন্ধ মাপতে থাকে
যদি তোমার চুলের সুবাস আসে।
এ শহরে সাইরেন বিপদের আশঙ্কায়
তিরতির করে বুকের পালক খসে।
চেনা চেনা মুখগুলো মনে ভিড় করে
ঘরে ফেরার গানে তৃপ্তি প্রবাসী মন।