আমার নতুন ঘর দখল হয়ে গিয়েছিল।
দম্পতি যুগল কিচিরমিচিরে করে প্রতিবাদ।
ওদের ভাষায় চিৎকার দূর হটো উপনিবেশিক
খড়কুটোর বাসায় আমার সন্তান সন্ততিরা।
জীবনের মূল্যে আমরা ওদের বাঁচাবো
যাও যাও ফিরে যাও এখানে হবে না ঠাই।

বিনা যুদ্ধে মেদিনী করতে হবে জয়
একমাত্র হৃদয়ের ভালোবাসা আমার সঞ্চয়।
করজোড়ে মিনতি করি
আমি যে এখানে অতিথি কয়েকদিনের।
আমার ও যে বড় দায় সন্তান তরে
সে ও যেন বাঁচে পান্তা পিঁয়াজ আলু ভাতে।
হয়তো বুঝে নিল সেই টুনটুনি দম্পতি
সমঝোতা করে জগতে থাকতে হয়।
ডানা মেলায় কেমন যেন নিশ্চিন্ত ভাব।
গুন গুন করে গান গাইতে ইচ্ছা হল।
মোরা একই তরণীর যাত্রী
মোরা একই তরণীর যাত্রী।
কি আশ্চর্য !
ওরাও আমাদের সাথে কন্ঠ মিলালো
কিচিরমিচির কিচিরমিচির টুই টুই।
আর ঠিক তখনই
সকালে রোদ্দুর আমার ঘরে এলো
আলোয় আলোয় আলোকময়।

মেঘপিয়নের ডাক বাক্সে
আজকের প্রবাসী পত্র।