জীবনের সব কথা যায় কি বলা
কিছু কথা রয়ে যায় আঁধার ঘরে
এই যে তোমায় ছেড়ে এতদিন প্রবাসী
বলছি বটে ভালো আছি।
তুমি কি সত্যি বিশ্বাস কর ভালো আছি।

আমি কি সত্যি সত্যি তোমায় বলতে পারছি
কতটা ভালো আছি।
কতটা ভালো আছি এই বিশ্বাসটা অনেকটা আনুমানিক;
আসলে তোমার আমার কিছু করার নেই
আমরা একটা অবস্থার
বাস্তব পরিস্থিতির দায়বদ্ধতা স্বীকার করে নিয়েছি।
দিন রাত নিয়ে যেমন একটা পুরোটা দিন
এটাও বিশ্বাস করি দুঃখ সুখ যন্ত্রনা নিয়েই গোটা জীবন। আজকে এক দেশ থেকে আর এক দেশে উড়ে যাব।
কিছু স্মৃতি এখানে রয়ে যাবে
হয়তো এখানে আবার আসতে হবে।
এখন অন্য দেশে যাবার পরিকল্পনা চলছে।
দেখেছো কথায় কথায় বলতে ভুলে গেলাম
আমি একটা যন্ত্রণা বহন করছি
কেন কি সাক্ষাতে বলবো এখন বলার সময় নয়।
ভালো আছি ভালো থেকো।